আমার ফাঁসি চাই.
মো. সায়েস্তা মিয়া .
.
কে আছো তুমি শুনছো কী ?.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও-.
আমি মরার আগে মরেছি, আমার লাশের ফাঁসি দাও।.
আমি স্বাধীনতা সংস্কারের কথা বলি,.
আমি সত্যের স্তুতিতে মতিউর রহমান রেন্টু.
কিংবা শহীদ কাদরী, বা শহীদুল আলম।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও-।.
আমি পরিবাতন্ত্রের নিপাত চাই,.
চাই তৃতীয় সাম্যবাদের উত্থান।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
আমি ফুটপাতে ঘুমিয়ে পড়া বৃদ্ধের কপালে-.
কিংবা টোকাইয়ের গালে চুমি।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
ছাপ্পান্নোহাজার বর্গমাইল আমার সোনালী কাবিন,.
বিদ্রোহী কবির ভাংরে তালা-আগুন জ্বালা শ্লোগান।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
আমি বঙ্গবন্ধুর ভাষনে আজো যুদ্ধে যাই-.
শুনতে পাই আজো সেকথা ডানে-বামে শুধু চোর।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
ষোলকোটি মানুষের সোনা, টাকা, কয়লার চোর দেখি-.
শুনি বিচারহীন তনু, নদী, সাগর-রুনির চিৎকার।.
শুনি বলে আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
আমি যৌবতীর গালে আর নববধুর কপালে দেই পরশ-.
গাই মানবতা আর অধিকার আদায়ের সামা।.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।.
আমার হাঁকে নিদ পালায়, নত হয় সত্যের আঁচলে-.
আমার ডাকে পূজো করে শ্রষ্টার, বিবেক উঠে উঁচলে।.
তাই !.
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: